Skip to content

মাদরাসার ইতিহাস

নকলা পৌরশহর থেকে ১ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থিত মমিনাকান্দা গ্রাম। শিক্ষা দিক্ষায় অনগ্রসর এ গ্রামের অধিকাংশ মানুষ শ্রমজীবি। মমিনাকান্দা আল-আমিন দাখিল মাদরাসার তত্ত্বাবধায়ক জনাব মাওলানা মুহাম্মদ হযরত আলী এ গ্রামেরই বাসিন্দা। তিনি চাকুরী করতেন নকলা শাহরিয়া ফাজিল মাদরাসায়, নিজের গ্রামের তথা এলাকার শিক্ষার আলো ছড়ানোর উদ্দেশ্যে তিনি ১৯৮৪ইং সালে মমিনাকান্দা গ্রামে একটি ফিডার মক্তব চালু করেন। পরবর্তীতে স্থানীয় চাহিদার প্রেক্ষিতে প্রথমে বতেদায়ী মাদরাসা এবং ১৯৯৫ইং সালে দাখিল মাদরাসা চালু করেন।

বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের অনুমতি ও স্বীকৃতি লাভের পর এ মাদরাসাটি ১৯৯৯ইং সালে আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) নির্বাচনী এলাকার মাননীয় সংসদ সদস্য এবং কৃষি মন্ত্রী মতিয়া চৌধুরীর লিখিত সু-পারিশের আলোকে ০১/০৪/১৯৯৯ইং তারিখ থেকে এমপিও ভুক্ত হয়। 

বর্তমানে মাদরাসাটিতে ২০ জন শিক্ষক, কর্মচারী কর্মরত আছেন এবং প্রায় ৫ শতাধিক ছাত্র/ছাত্রী বিনাবেতনে অধ্যায়ন করছে। মাননীয় কৃষি মন্ত্রী মতিয়া চৌধুরীর সু-পারিশে ২০০০ইং সালে শিক্ষামন্ত্রনালয় কর্তৃক ২ কক্ষ বিশিষ্ঠ একটি পাকা ভবন নির্মাণ করা হয়। বর্তমানে মাদরাসাটির একাডেমিক ভবন ও আসবাবপত্রের চরম সংকট রয়েছে। স্থানীয় সংসদ সদস্য ও মাননীয় কৃষিমন্ত্রী সদয় দৃষ্টিতে এসব সমস্যার অচিরেই সমাধান হবে বলে আমরা আশাবাদী... ইনশাআল্লাহ।